বিরল প্রজাতির অজগর সাপের মাংস বিক্রি হচ্ছে ত্রিপুরার জাম্পুই এর সিমলোং বাজারে

11th February 2020 অনান‍্য
বিরল প্রজাতির অজগর সাপের মাংস বিক্রি হচ্ছে ত্রিপুরার জাম্পুই এর সিমলোং বাজারে


বিগত প্রায় কয়েক দিন ধরে জম্পুই পাহাড় থে‌কে বিরল প্রজাতির অজগর  সাপ ধ‌রে অবৈধভাবে  মাংংস বিক্রি হচ্ছে খোলা বাজারে। জাম্পুই এর সিম‌লোং খোলা বাজা‌রে প্রতি কেজি সাপের মাংস ১০০০ টাকা দরে বি‌ক্রি হ‌চ্ছে।জানা গেছে মোট ছয়‌টি অজগ‌র সাপ কেটে বিক্রি করা হয়েছে। ছয়টি সাপের মাংস প্রায় ১কুইন্টাল ৫০‌কে‌জির কাছাকা‌ছি হবে বলে অনুমান।জানা‌ গে‌ছে এই ধরনের চিএ ঐ এলাকায়  প্রায় সময় পরিলক্ষিত হয়।  লুপ্তপ্রায় প্রানী সংরক্ষণে ভারত সরকার থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যায় করে বন দপ্তরের মত দপ্তর বানিয়েও কোন সুফল মিলেনি। সেই দিক থেকে এিপুরার বন দপ্তরের  ভু‌মিকা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তবে পার্বত্য এিপুরার প্রত‍্য‍ন্ত অঞ্চলে এখনো শুধু মাত্র সাপ নয় হ‌রিন,ব্যাঙ,কাচিম,মুল্যবান প‌া‌খি ময়না, টিয়া,ধ‌নেশ ইত্যা‌দি ও বি‌ক্রি হয় বন দপ্তরকে আড়ালে রেখেই ।  অপর দি‌কে বিশ্ব জুরে করোনা  ভাইরা‌সের  হাই এলার্ট  জা‌রি ক‌রা হলেও  সেই  মুহু‌র্তে এই ধরনের  প্রানীর মাংস খাবার হিসেবে গ্রহণ করায় বিপদের আশঙ্কা  দেখা দেবার সম্ভাবনা রয়েছে।এখন দেখার বিষয় বন দপ্তর এই ব্যাপারে কি ভু‌মিকা নেয়। তবে আশ্চয্যের ব্যাপার হল যে,কাঞ্চনপুরে অবস্থিত  ডি,এফ,ও  অফিস থাকা সত্বেও কি করে  এই ধরনের ঘটনা ঘটছে ? ত‌বে জানা গে‌ছে কাঞ্চনপুর মহকুমার ডি.এফ.ও এ বিষয়‌টি তদ‌ন্তের জন্য সরজ‌মি‌নে ঐ এলাকায় তল্লাশি অভিযানে যান। আশা করা হচ্ছে অচিরেই এর সুষ্ঠু সমাধান পাওয়া যাবে এবং অবাধে বন্যপ্রাণী হত্যা লীলা বন্ধ হবে।

          ছবি - ভানুময় চন্দ





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।